জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২৬শত লিটার অবৈধ পামওয়েল ও ৬শত লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, হাতিয়া স্টেশনের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাংলাবাজার ঘাট এলাকা থেকে ২৬০০ লিটার অবৈধ পামওয়েল এবং ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করে।