হাতিয়ায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রেস ব্রিফিং দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
- আপলোড সময়: ১২:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৭৯ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রেস ব্রিফিং দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন। প্রেস ব্রিফিং এ তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব,সজীব ওয়াজেদ এর সার্বিক দিক নির্দেশনায় প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষমাত্রা অর্জনে মডেল এমডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও অন্তর্ভূক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ মাত্রা অর্জন করা সহজ হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্বাবধানে