সংবাদ শিরোনাম :
ভালুকায় পুলিশের হাতে গাঁজাসহ আটক ১
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ২৪৪ বার পড়া হয়েছে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ সবুজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার (৭নভেম্বর) মধ্য রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এম্পিসির মোড় হতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের দিকনির্দেশনায় এস আই চন্দন সরকারের নেতৃত্বে এসআই খন্দকার আল রাজী ও এএসআই তানভীর হাসানের সহযোগিতায় গাঁজাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক বিশ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এম্পিসির মোড় হতে মৃত ছামাদ মিয়ার ছেলে সবুজকে গাঁজাসহ আটক করে মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :