সংবাদ শিরোনাম :
হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৬:৫৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ২৪৮ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়। হাতিয়া উপজেলার ১শত ৭জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড (বীর মুক্তিযোদ্ধা পরিচিতি কার্ড) ও সনদ এবং ৯১জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সনদ বিতর করেন।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুদ্ধ কালীন কমান্ডার ও সাবেক সংসদ সদস্য, অধ্যাপক মোঃ ওয়ালী উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন ও ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যাহ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক, বিনয় ভূষণ দাস প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন।
ট্যাগস :