বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

ভালুকায় আগুনে ৫৩ রুম পুড়ে ব্যপক ক্ষয় ক্ষতি

  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৩৯ বার পাঠিত

ষ্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ২টি বাড়ীর ৫৩টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এই আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (৭নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার আব্দুর রাশিদ ঢালী ও বোরহান ডাক্তারের মেয়ের জামাই আইয়ুব আলী পিন্টুর বাড়ীতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে বিভিন্ন মিল ফ্যাক্টরীতে কর্মরত নিন্ম আয়ের শ্রমিকদের তালাবদ্ধ রুমে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য পুড়ে গিয়ে এখন তারা নিঃস্ব। বাড়ীর মালিক আইয়ুব আলী পিন্টু বলেন আগুনে ৫৩টি রুম পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক অবস্থায় প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs