মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

- আপলোড সময়: ১১:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ২৩৬ বার পড়া হয়েছে

শাকিল,আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকতের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, মুক্তিযোদ্ধা সমবায় বহুমূখী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সমবায়ী রুবিনা আক্তার ও মোঃ আমির হোসেন প্রমূখ।