ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহর ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন রিসাদ (২৮) নামে এক এনজিও কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এবং কাঠালী এলাকায় ওই দুর্ঘটনাটি দুটি ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সালনা শাখার অফিসের ক্রেডিট অফিসার শাহাদাত হোসেন রিসাদের বাড়ি মুক্তাগাছা উপজেলায়। ঘটনার দিন বৃহষ্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে অপর এক সহকর্মী মো. রফিককে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হলে তারা দুইজন আহত হন। পরে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান শাহাদাত হোসেন। অপরদিকে, শুক্রবার সকালে উপজেলার কাঠালী এলাকায় বিকন নামক একটি কারখানার বিপরিধ পাশে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন খোদেজা বেগম (৫৫) নামের এক নারী। তিনি ভালুকা উপজেলার গাদুমিয়া পূর্বপাড়ার আবদুল হকের স্ত্রী।