ভালুকায় জেলহত্যা দিবস পালিত

- আপলোড সময়: ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ২৫৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টাঃ– ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান, সহসভাপতি ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদেকুর রহমান তালুকদার, শাহ শামীম আহম্মেদ প্রমূখ। অপরদিকে সকাল সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার ও ছাত্রলীগ সভাপতি ইফতেখার আজমেদ সুজন প্রমূখ।