ময়মনসিংহ ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাতিয়ায় দু’পক্ষের মারামারি ফেরাতে এসে বৃদ্ধের মৃত্যু আটক ১

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৩৩০ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দু’পক্ষের বাকবিতণ্ডায় একজন নিহত হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের, রহমত বাজারে কথা কাটাকাটি সহ গালিগালাজ করিলে, তৃতীয় পক্ষ হিসেবে মারামারি সমাধান করতে গিয়া হাশেম মাঝি (৫৫) নামে এক বৃদ্ধ  নিহত হন।

খবর পেয়ে ঘটনার স্থান থেকে একজনকে আটক করে হাতিয়া থানা পুলিশ। জানা যায়, উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ হোসেন ও সাগরের সাথে পাশে বাড়ির আবদুল মোতালেবের ছেলে মোঃ ফয়েজ এর সাথে বাড়ির সীমানা নিয়ে স্থানীয় রহমত বাজারে কথা কাটাকাটি সহ গালিগালাজ করিলে, তৃতীয় পক্ষ হিসেবে মারামারি সমাধান করতে গিয়ে একই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে হাশেম মাঝির সাথে বাক বিতণ্ডা হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেন ও তার ভাই সাগর উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে  মোঃ হাশেম মাঝির মাথায় আঘাত করে। এসময় আঘাতে মাথার পিছনের অংশ ফেটে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে হাসেমের বন্ধু রেহানিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মোঃ শরীফ উদ্দিনকে (২৮) আটক করেছে পুলিশ। এ খবরে হাসপাতালে নিহত হাসেমের আত্মীয়-স্বজনসহ শতাধিক মানুষ ভীড় করে।

অপর দিকে রহমত বাজার সহ রেহানিয়া গ্রামে জমমনে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এবিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মুক্তকণ্ঠ কে বলেন তাতক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ঘটনার স্থান থেকে একজনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

হাতিয়ায় দু’পক্ষের মারামারি ফেরাতে এসে বৃদ্ধের মৃত্যু আটক ১

আপলোড সময়: ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দু’পক্ষের বাকবিতণ্ডায় একজন নিহত হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের, রহমত বাজারে কথা কাটাকাটি সহ গালিগালাজ করিলে, তৃতীয় পক্ষ হিসেবে মারামারি সমাধান করতে গিয়া হাশেম মাঝি (৫৫) নামে এক বৃদ্ধ  নিহত হন।

খবর পেয়ে ঘটনার স্থান থেকে একজনকে আটক করে হাতিয়া থানা পুলিশ। জানা যায়, উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ হোসেন ও সাগরের সাথে পাশে বাড়ির আবদুল মোতালেবের ছেলে মোঃ ফয়েজ এর সাথে বাড়ির সীমানা নিয়ে স্থানীয় রহমত বাজারে কথা কাটাকাটি সহ গালিগালাজ করিলে, তৃতীয় পক্ষ হিসেবে মারামারি সমাধান করতে গিয়ে একই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে হাশেম মাঝির সাথে বাক বিতণ্ডা হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেন ও তার ভাই সাগর উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে  মোঃ হাশেম মাঝির মাথায় আঘাত করে। এসময় আঘাতে মাথার পিছনের অংশ ফেটে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে হাসেমের বন্ধু রেহানিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মোঃ শরীফ উদ্দিনকে (২৮) আটক করেছে পুলিশ। এ খবরে হাসপাতালে নিহত হাসেমের আত্মীয়-স্বজনসহ শতাধিক মানুষ ভীড় করে।

অপর দিকে রহমত বাজার সহ রেহানিয়া গ্রামে জমমনে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এবিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মুক্তকণ্ঠ কে বলেন তাতক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ঘটনার স্থান থেকে একজনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।