আটককৃত আফসার উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ আক্তার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা ও সেবনে জড়িত রয়েছেন বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড খাসের হাটের উত্তর পাশে ভূমি অফিসের রাস্তার সামনের এলাকায় হাতিয়া থানা এসআই সঞ্চয় কুমার এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।