ময়মনসিংহ ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় জবাইকৃত হরিণসহ ৬ শিকারী আটক

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৩৮৫ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ(২৫), জুলফিকার (২৩), মজনু(৩০), মান্নান(৩২) এবং দুলাল(২২)। রোববার  বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে  তাদেরকে আটক  করা হয়।কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করে  তিনি  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

হাতিয়ায় জবাইকৃত হরিণসহ ৬ শিকারী আটক

আপলোড সময়: ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ(২৫), জুলফিকার (২৩), মজনু(৩০), মান্নান(৩২) এবং দুলাল(২২)। রোববার  বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে  তাদেরকে আটক  করা হয়।কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করে  তিনি  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।