ষ্টাফ রিপোর্টা:- ময়মনসিংহের ভালুকায় যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের শিকার হয়েছে এক সন্তানের জননী সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহ বধূ। প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে সোনিয়ার স্বামী ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে। এ ব্যাপারে সোনিয়া বাদী হয়ে ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতে তার স্বামী ইলিয়াস আহম্মেদ ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা নং-২৩৪/২২ তারিখঃ- ২৩/১০/২২ ইং দায়ের করেছে।
অভিযোগে জানাযায় ২০১৬ সালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাঙ্গাটিয়া গ্রামের দরিদ্র অটোচালক সুলতান মিয়ার কন্যা সোনিয়ার সাথে একই গ্রামের ঈমান আলীর ছেলে ইলিয়াস আহম্মেদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে এক লাখ টাকা ও আসভাবপত্র দেওয়া হয়। বিভিন্ন সময়ে আরও টাকার জন্য তার উপর শারিরিক ও মানষিক অত্যাচার করা হয় বলে সোনিয়া অভিযোগ করে। স্বামী ও শশুর বাড়ীর লোকজনের অত্যাচার সজ্য করে সোনিয়া শশুরালয়ে দিন কাটায়। সালমান নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। গত ২১ অক্টোবর সকালে ইলিয়াস আহম্মেদ তার স্ত্রী সোনিয়াকে বাপের বাড়ী হতে সারে তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে সে অস্বীকৃতি জানায়। তার পিতা সামান্য অটোরিক্সা চালক এত টাকা কোথায় পাবে। টাকা আনতে অস্বীকৃতি জানানোয় সোনিয়াকে বেদম মারপিট করে গলা টিপে ধরে। নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে শশুরের ঘরে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধোর করা হয়। সোনিয়ার কান্নাকাটি ও ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে ইলিয়াস আহম্মেদের প্রথম স্ত্রী সোনিয়া আক্তার ঘর সংসার করা অবস্থায় তাকে না জানিয়ে গোপনে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কেজাইকান্দা গ্রামের আঃ হাইয়ের মেয়ে ফাতেমাকে রোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে ইলিয়াস দ্বিতীয় বিয়ে করেছে মর্মে আরও একটি মামলা নং- ৭৭৯/২২ তারিখ ২৪/১০/২০২২ ইং দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.