ময়মনসিংহ ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বেদখলীয় বনভূমি উদ্ধারে বিট কর্মকর্তার সফলতা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:৩৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ১৯৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টাঃ- গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী জবর-দখলকৃত বনের জমি উদ্ধার ও সুফল মিশ্র বনায়নে সফলতা দেখিয়েছেন। তিনি ২০২১ সালের ২০শে ফেব্রুয়ারি চন্দ্রা বিটে যোগদানের পর থেকে জবর-দখলকৃত বনের জমি উদ্ধার ও সুফল মিশ্র বনায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে এলাকায় সুনাম কুড়িয়েছেন তিনি।  জানা যায়, যোগদানের পর ২০২১ সালের ২৯শে জুন বোর্ডমিল এলাকার আলোচিত খাদেম মার্কেট এলাকা দখল মুক্ত করেন। সাহেবাবাদ এলাকায় ভারকুলের টেকে ১১ একর, নুরুল কোম্পানির ৬ একর বখতার পুর এলাকায় ৬ একরসহ চন্দ্রা বিট এলাকায় ২ বছরে প্রায় ৮০ একর জবর-দখলকৃত বনের জমি উদ্ধার করেন। এ যাবৎকালে চন্দ্রা বিটে বনের এত পরিমাণ জমি কখনো উদ্ধার হয়নি।  বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী বলেন, বনবিভাগ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা ও রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পালন করেছি। জবর-দখলকৃত জমি উদ্ধার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌। এ ব্যপারে রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিট কর্মকর্তার সফলতায় আমরা আনন্দিত। আশা করি ভবিষ্যতে বন রক্ষায় আরও ভূমিকা রাখবেন তিনি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিয়াকৈরে বেদখলীয় বনভূমি উদ্ধারে বিট কর্মকর্তার সফলতা

আপলোড সময়: ০৭:৩৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

ষ্টাফ রিপোর্টাঃ- গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী জবর-দখলকৃত বনের জমি উদ্ধার ও সুফল মিশ্র বনায়নে সফলতা দেখিয়েছেন। তিনি ২০২১ সালের ২০শে ফেব্রুয়ারি চন্দ্রা বিটে যোগদানের পর থেকে জবর-দখলকৃত বনের জমি উদ্ধার ও সুফল মিশ্র বনায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে এলাকায় সুনাম কুড়িয়েছেন তিনি।  জানা যায়, যোগদানের পর ২০২১ সালের ২৯শে জুন বোর্ডমিল এলাকার আলোচিত খাদেম মার্কেট এলাকা দখল মুক্ত করেন। সাহেবাবাদ এলাকায় ভারকুলের টেকে ১১ একর, নুরুল কোম্পানির ৬ একর বখতার পুর এলাকায় ৬ একরসহ চন্দ্রা বিট এলাকায় ২ বছরে প্রায় ৮০ একর জবর-দখলকৃত বনের জমি উদ্ধার করেন। এ যাবৎকালে চন্দ্রা বিটে বনের এত পরিমাণ জমি কখনো উদ্ধার হয়নি।  বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী বলেন, বনবিভাগ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা ও রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পালন করেছি। জবর-দখলকৃত জমি উদ্ধার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌। এ ব্যপারে রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিট কর্মকর্তার সফলতায় আমরা আনন্দিত। আশা করি ভবিষ্যতে বন রক্ষায় আরও ভূমিকা রাখবেন তিনি।