বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ 

  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১.০২ পিএম
  • ১১৬ বার পাঠিত

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্থ নদী তীরবর্তী এলাকার ২৫০  পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ বিশেষ করে  নলচিরা, চরইশ্বর এবং তমরোদ্দি ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, ১৬ কেজি করে প্রতি প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি আয়োডিন যুক্ত লবণ এবং এক কেজি আটা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দেখা হলে চিড়া মুড়িও ক্ষতিগ্রস্তদের মাঝে তুলে দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবকর ছিদ্দিক। সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণের এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবকর ছিদ্দিক সহ সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানগন। ক্ষতিগ্রস্থনএলাকায় ত্রাণ বিতরণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকার প্রতিনিধিরা তথ্য দিলে পরে আমরা ব্যবস্থা নেবো।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs