ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রকাশ্যে পল্লী ঋণ বিতরণের কার্যক্রম উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী শাখা কর্তৃক এই ঋণ বিতরণের কার্যক্রম উদ্বোধন হয় ।
মল্লিকবাড়ী শাখা ব্যবস্থাপক সিনিয়র এসপিও মি.জনার্দন সরকারের সভাপতিত্বে ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শাহিদুর রহমান উপ মহা-ব্যবস্থাপক জোনাল ম্যানেজার ময়মনসিংহ, মোঃ সাইদুর রহিম উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ, এস এম আকরাম হোসেন চেয়ারম্যান ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ, প্রভাষক খসরু মোহাম্মদ রনি, রাকিব উদ্দিন সভাপতি মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি, মোঃ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি, বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক ডিলার, গাজী জিন্নত আলী প্রমুখ। অনুষ্ঠানে এলাকার কৃষকবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগনের উপস্থিতিতে ৮ জন কৃষককে ঋণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল প্রান্তিক কৃষক এই ঋণ সুবিধা পাবেন।