শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মোঃ আজিজুল হাওলাদার (৩৭) নামে এক দিনমজুরের ওপর আপন ভাই ও ভাতিজা হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। আহত দিনমজুর আজিজুলকে স্থানীয়রা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ধানীসাফা গ্রামে।
আহত দিনমজুরের স্ত্রী রুনা বেগম জানান, তার ভাসুর শাহ আলম হাওলাদার ও ভাসুরের পুত্র জুয়েলের সাথে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। এরই জের ধরে সোমবার দুপুরে শাহ আলম হাওলাদার ও তার পুত্র জুয়েল তাদের দলবল নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আজিজুল মাথাসহ বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.