জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ-নোয়াখালী হাতিয়ায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের (প্রাথমিক শিক্ষার্থী) করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃস্পতিবার সকাল ১০টা থেকে শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।উপজেলার গুল্লাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন। এতে উপস্থিত ছিলেন হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আমির হোসেন, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা বিপ্লব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছলে উদ্দিন, গুল্লাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামা দুলাল, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিবাকরা। হাতিয়ায় করোনার টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী ৮৮ হাজার ৩৫৮ জন শিশু। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪১টি টিকা কেন্দ্র চালু করা হয়েছে। এ ছাড়াও চেষ্ঠা করা হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একদিন করে হলেও টিকা কেন্দ্র কার্যক্রম চালানোর জন্য। শিশুদের জন্মনিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রিশন করে এর টিকা দেওয়া হবে। তবে কেউ রেজিষ্ট্রিশন করতে না পারলে নাম ও মোবাইল নম্বর রেখে আমরা তাকে টিকা দিয়ে দেব।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। আবার হাতিয়া থেকে বিচ্ছিন্ন নিঝুমদ্বীপসহ কয়েকটি চর এলাকা রয়েছে। এখানে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা একটু কঠিন। এর পরেও আমরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। জনপ্রতিনিধিদেরও এই কাজে সম্পৃক্ত করা হয়েছে।