সংবাদ শিরোনাম :
ভালুকায় বাসের চাপায় নারী মিল শ্রমিক নিহত

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ২৮১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় ইরানী আক্তার (২৮) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্কয়ার ফ্যাশনের শ্রমিক উপজেলার পালগাঁও গ্রামের ইয়াদ আলীর মেয়ে ইরানী আক্তার ডিউটি শেষে বাড়ির যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
ট্যাগস :