ময়মনসিংহ ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় টিনের বেড়া দিয়ে মহল্লাবাসির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ২১৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় এক প্রভাবশালী কর্তৃক টিনের বেড়া দিয়ে ও ইটের প্রাচীর নির্মাণ করে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় একটি মহল্লার প্রায় ৬০-৭০ টি বসতবাড়ির শতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিবেশিদের বাড়ির উঠান দিয়ে এমনকি প্রায় এক কিলোমিটার ঘুরে তাদেরকে চলাচল করতে হচ্ছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী এলাকাবাসি ১১ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খিলবাড়ি দক্ষিণপাড়া একটি ঘনবসতি এলাকা। এলাকাটিতে অন্তত ৬০-৭০ টির বসতবাড়ির শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী শাহাব উদ্দিন ফকির টিনের বেড়া দিয়ে ও ইটের প্রাচীর নির্মাণ করে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। অধিকাংশ পরিবারই ভাড়াটিয়া হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ। এমনকি প্রতিবাদ করলে মিথ্যে মামলায় হয়রানীসহ বিভিন্ন ধরণের হুমকী দেয়া হয়ে থাকে বলে তাদের অভিযোগ। স্থানীয় বাসিন্দা মৃত ফিরোজ ফকিরের স্ত্রী জোসনা আরা বেগম (৬০) জানান, তিনি এই মহল্লায় ৪০ বছর ধরে বসবাস করে আসছেন। তাছাড়া এখানে প্রায় ৬০-৭০টি বাড়ির শতাধিক পরিবার বসবাস করেন এবং ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। তিনি বলেন, তার স্বামী মৃত ফিরোজ ফকিরের অনেক ভক্ত ছিলেন এবং ভক্তরা প্রতিবছর এখানে একত্র হয়ে ওরশ মোবাবরক করতেন। প্রভাবশালী শাহাবউদ্দিন ফকির তার স্বামীর ওইসব কাজে ঈর্ষান্নিত হয়ে তিনি তার বাবা মৃত গফুর মৌলভীর নামে মাজার গড়ে তুলেন এবং তাদের চলাচলের একমাত্র রাস্তাটি টিনের বেড়া দিয়ে এমনকি ইটের প্রাচীর তুলে বন্ধ করে দিয়ে এই মহল্লার লোকজনদের জিম্মি করে রেখেছেন। তাদের এখন প্রতিবেশিদের বাড়ির উঠান দিয়ে এমনকি প্রায় এক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। অপর ভূক্তভোগী ও হয়রানীর শিকার স্থানীয় জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভার জানান, রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এবং প্রতিকার চেয়ে গত বছরের ১৬ ফেব্রুয়ারী নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্রভাবশালী শাহাবউদ্দিন ফকির ওই অভিযোগের তোয়াক্কা না করে আমাকেসহ স্থানীয় সফিকুল ইসলাম, মো: বাদশা মিয়া, নজরুল ইসলাম ও মোতালেব মিয়ার বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারী ভালুকা মডেল থানায় মিথ্যা চুরির মামলা (নম্বর-৩৮) দিয়ে হয়রানী করেছেন। এমনকি ওই মামলায় আমাকে ৭ দিন হাজতবাসও করতে হয়েছে। তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। এ ব্যাপারে স্থায়ী সমাধানের দাবি করে গত ১১ অক্টোবর মঙ্গলবার আবারো উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মহল্লার ভূক্তভোগী লোকজন। অভিযুক্ত শাহাব উদ্দিন ফকির জানান, তিনি তার বাড়ির সুরক্ষার জন্য উত্তর অংশে সিমাণা প্রাচীর নির্মাণ করেছেন। ওই মহল্লার উত্তর পাশ দিয়ে সরকারী রাস্তা আছে। তাদের ওই রাস্তা দিয়ে চলাচল করলে সমস্যা কি? তিনি আরো বলেন, জামাল ড্রাইভার ট্রাকদিয়ে তার ঘরের একটি অংশ ভেঙে ফেলেন এবং বাড়িতেও হামলা করে। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় টিনের বেড়া দিয়ে মহল্লাবাসির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

আপলোড সময়: ০৭:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় এক প্রভাবশালী কর্তৃক টিনের বেড়া দিয়ে ও ইটের প্রাচীর নির্মাণ করে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় একটি মহল্লার প্রায় ৬০-৭০ টি বসতবাড়ির শতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিবেশিদের বাড়ির উঠান দিয়ে এমনকি প্রায় এক কিলোমিটার ঘুরে তাদেরকে চলাচল করতে হচ্ছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী এলাকাবাসি ১১ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খিলবাড়ি দক্ষিণপাড়া একটি ঘনবসতি এলাকা। এলাকাটিতে অন্তত ৬০-৭০ টির বসতবাড়ির শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী শাহাব উদ্দিন ফকির টিনের বেড়া দিয়ে ও ইটের প্রাচীর নির্মাণ করে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। অধিকাংশ পরিবারই ভাড়াটিয়া হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ। এমনকি প্রতিবাদ করলে মিথ্যে মামলায় হয়রানীসহ বিভিন্ন ধরণের হুমকী দেয়া হয়ে থাকে বলে তাদের অভিযোগ। স্থানীয় বাসিন্দা মৃত ফিরোজ ফকিরের স্ত্রী জোসনা আরা বেগম (৬০) জানান, তিনি এই মহল্লায় ৪০ বছর ধরে বসবাস করে আসছেন। তাছাড়া এখানে প্রায় ৬০-৭০টি বাড়ির শতাধিক পরিবার বসবাস করেন এবং ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। তিনি বলেন, তার স্বামী মৃত ফিরোজ ফকিরের অনেক ভক্ত ছিলেন এবং ভক্তরা প্রতিবছর এখানে একত্র হয়ে ওরশ মোবাবরক করতেন। প্রভাবশালী শাহাবউদ্দিন ফকির তার স্বামীর ওইসব কাজে ঈর্ষান্নিত হয়ে তিনি তার বাবা মৃত গফুর মৌলভীর নামে মাজার গড়ে তুলেন এবং তাদের চলাচলের একমাত্র রাস্তাটি টিনের বেড়া দিয়ে এমনকি ইটের প্রাচীর তুলে বন্ধ করে দিয়ে এই মহল্লার লোকজনদের জিম্মি করে রেখেছেন। তাদের এখন প্রতিবেশিদের বাড়ির উঠান দিয়ে এমনকি প্রায় এক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। অপর ভূক্তভোগী ও হয়রানীর শিকার স্থানীয় জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভার জানান, রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এবং প্রতিকার চেয়ে গত বছরের ১৬ ফেব্রুয়ারী নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্রভাবশালী শাহাবউদ্দিন ফকির ওই অভিযোগের তোয়াক্কা না করে আমাকেসহ স্থানীয় সফিকুল ইসলাম, মো: বাদশা মিয়া, নজরুল ইসলাম ও মোতালেব মিয়ার বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারী ভালুকা মডেল থানায় মিথ্যা চুরির মামলা (নম্বর-৩৮) দিয়ে হয়রানী করেছেন। এমনকি ওই মামলায় আমাকে ৭ দিন হাজতবাসও করতে হয়েছে। তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। এ ব্যাপারে স্থায়ী সমাধানের দাবি করে গত ১১ অক্টোবর মঙ্গলবার আবারো উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মহল্লার ভূক্তভোগী লোকজন। অভিযুক্ত শাহাব উদ্দিন ফকির জানান, তিনি তার বাড়ির সুরক্ষার জন্য উত্তর অংশে সিমাণা প্রাচীর নির্মাণ করেছেন। ওই মহল্লার উত্তর পাশ দিয়ে সরকারী রাস্তা আছে। তাদের ওই রাস্তা দিয়ে চলাচল করলে সমস্যা কি? তিনি আরো বলেন, জামাল ড্রাইভার ট্রাকদিয়ে তার ঘরের একটি অংশ ভেঙে ফেলেন এবং বাড়িতেও হামলা করে। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।