ভালুকায় অগ্নিদগ্ধে বাবার পর ছেলেরও মৃত্যু

- আপলোড সময়: ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ২৪০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পিতা-পুত্র দগ্ধের ঘটনায় অবশেষে পিতার মৃত্যুর দুই দিন পর পুত্রেরও মৃত্যু হয়েছে, রবিবার (৯ অক্টোবর) ভোরে আঃ মালেক পাঠান ও মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে তার ছেলে কাজল পাঠান মারা যান। উভয়ে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন, তাদের বাড়ী উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব গ্রামে।
উল্লেখ্য গত শনিবার (৮ অক্টোবর) সকালে পৌর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে দগ্ধ হয়ে আঃ মালেক পাঠান (৬০) ও তার পুত্র কাজল পাঠানের (৩০) শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে আঃ মালেক পাঠান ও কাজল পাঠানকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় পিতার মৃত্যুর পরে পুত্রের মৃত্যু হয়েছে।