সংবাদ শিরোনাম :
ভালুকায় অজ্ঞাত ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০২:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ২৪৯ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় জুবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার বটটিলা নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভান্ডাব গ্রামের আলম মিয়ার ভাড়াটিয়া উপজেলার পুরুড়া গ্রামের মৃত আব্দুল হেকিম সেখের ছেলে জুবেদ আলী পৌরসভার কলেজপাড়া বটটিলা পাঞ্জেখানায় মাগরিবে নামজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :