ময়মনসিংহ ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় সব সম্পত্তি লিখে নিয়ে অসুস্থ স্বামীকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ২৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় প্রথম ঘরের একমাত্র মেয়েকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে কৌশলে প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি লিখে নিয়ে অসুস্থ্য স্বামীকে না খাইয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভরাডোবা গ্রামের দক্ষিণপাড়ায়। অসহায় ওই ব্যক্তি এখন ক্ষুদার যন্ত্রণায় মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনায় প্রথম ঘরের একমাত্র মেয়ে বাদি হয়ে নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের দক্ষিণপাড়ার মৃত রহমত উল্যাহ মুন্সীর ছেলে আব্দুর রশিদ (৬৫) ২৮ বছর আগে এক কন্যা সন্তান আসমা আক্তারসহ স্ত্রী জোসনা আরা বেগমকে তাঁড়িয়ে দেন। পরে তিনি রাজৈ গ্রামের ˆসয়দ আলীর মেয়ে নারগিস আক্তারকে বিয়ে করেন। এই ঘরেও রয়েছে, এক মেয়ে রোকসানা (২০) ও ছেলে নাঈম (৯)। সম্প্রতি রোকসানাকে বিয়ে দেয়া হয় মেদুয়ারী ইউনিয়নের হলর বাজার এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছে। এর আগেও ওই মেয়েকে ১২ বছর বয়সে অন্য এক ব্যক্তির কাছে বিয়ে দিয়েছিলেন। পরে কিছুদিন ঘর সংসার করিয়ে ওই ব্যক্তির বহু টাকা পয়সা কৌশলে হাতিয়ে নিয়ে মেয়েকে তার স্বামীর বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসেন। এদিকে বৃদ্ধ আব্দুর রশিদ অসুস্থ্য হয়ে পড়লে মেয়ে জামাই বাবুলকে নিয়ে নারগিস আক্তার ফাঁদ পাতেন স্বামীর সব জমি লিখে নেয়ার জন্য। এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর দলিল লেখক ফিরোজ শাহীর যোগসাশজে ভরাডোবা মৌজার সিএসএসএ (আরওআর) নম্বর ২১, হাল দাগ ৪৫, বিআরএস ৩১৩ নম্বর দাগে মহাসড়ক সংলগś প্রায় তিন কোটি টাকা মূল্যের ১২ শতাংশ জমির হেবা ঘোষণা দলিল সম্পাদন করেন। পরে ভালুকা সাবরেজিস্ট্রার আসমা আক্তারকে ম্যানেজ করে দলিলটি রেজিস্ট্রি (নম্বর-৭৫০৪) করে নেন।
সরেজমিন গেলে দেখা যায়, একটি ঘরে বৃদ্ধ ও অসুস্থ্য আব্দুর রশিদকে বন্দি করে রাখা হয়েছে। বাড়ির অপর একটি ঘরে তার শ্বাশুরী হেলানা খাতুন। এসময় আব্দুর রশিদের ঘরটি খুলে দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি জানান, তার মেয়ে নারগিস বাড়িতে নেই। ঘরটি খোলা যাবেনা। পরে স্থানীয় প্রায় অর্ধশতাধিক লোক জড়ো হয়ে চাপ সৃষ্টি করলে ঘরটি খূলে দেয়া হয়। তখন দেখা যায়, আব্দুর রশিদ ক্ষুদার যন্ত্রনায় মেঝেতে পড়ে তিনি মৃত্যুর সাথে লড়ছেন। দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে তার পেট গর্ত হয়ে আছে। ক্ষিনস্বরে শুধু বলছেন, একটু ভাত দাও, একটু ভাত দাও, আর কাঁদছেন। তখন তিনি বলেন, তার দ্বিতীয় স্ত্রী নারগিস ও মেয়ে জামাই বাবুল ভয় দেখিয়ে ও জোড় করে টিপসই নিয়ে সব জমি কেড়ে নিয়েছেন। এখন তাকে ঘর বন্দি করে না খাইয়ে মারার চেষ্টা করছেন।
আব্দুর রশিদের প্রথম ঘরের একমাত্র মেয়ে আসমা আক্তার জানান, ২৮ বছর আগে যখন আমার বয়স দুই বছর, বাবা তখন মাকে তাড়িয়ে দেন। পরে দ্বিতীয় সংসার করেন তার বাবা আব্দুর রশিদ। ওই ঘরে এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি গার্মেন্টে চাকরী করে অসুস্থ্য স্বামী আনিছুর রহমান এবং আনিকা (১১) ও ছেলে আকাশকে (৮) মানবেতন জীবন কাটাচ্ছেন। ৫/৬ মাস আগে বাবার সাড়ে ১৯ কাঠা জমি ৪০ লাখ টাকা বিক্রি করে তার সৎ মা নারগিস ও চাচা আব্দুল বারেক আত্মসাত করেছেন। এখন তাকে পৈত্রিক সব সম্পত্তি থেকে বঞ্চিত করে ১২ শতাংশ জমি হেবা ঘোষণা দলিল করে নিয়ে যান। সব কিছু লিখে নিয়ে বর্তমানে তার বৃদ্ধ ও অসুস্থ্য বাবাকে একটি ঘরে তালাবদ্ধ করে আটকিয়ে রেখে, না খাইয়ে হত্যার চেষ্টা করছেন। তিনি পৈত্রিক সম্পতি উদ্ধারসহ তার বাবাকে বাঁচানোর দাবি জানান।
আব্দুর রশিদের দ্বিতীয় সংসারের মেয়ে রোকসানা পূর্বে জমি বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, তার চাচা আব্দুল বারেক তাদেরকে ৭ লাখ টাকা দিয়েছেন। বাবা আগেও বিয়ে করেছিলো এবং এক মেয়ে আছে, তা তাদের জানা নেই।
বৃদ্ধ আব্দুর রশিদের ভাই আব্দুল বারেক জানান, তার ভাইয়ের জমি বিক্রি করে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ১২ শতাংশ জমি হেবা করে দেয়ার বিষয়টি তিনি পরে জেনেছেন। তবে তার প্রথম ঘরের মেয়ে সন্তান আসমাকে কিছু টাকা দেয়ার কথা বললেও তার কথা শুনেননি।
আব্দুর রশিদের চাচাতো ভাই আল আমিনসহ স্থানীয় লোকজন বলেন, আব্দুর রশিদ ৫/৬ বছর ধরেই পাগল। তার ছোট ভাই বারেক এবং দ্বিতীয় স্ত্রী নারগিস ও তার মেয়ে জামাই বাবুল মিয়া এক হয়ে মল্লিকবাড়ি গ্রামের দরগারচালা থেকে প্রায় ৪০ লাখ টাকার জমি বিক্রি করে আত্মসাত করেছেন। রশিদের আগের ঘরের একমাত্র মেয়ে আসমাকে তার ˆপত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তার দ্বিতীয় স্ত্রী খুবই খারাপ। তিনি বাড়িতে কাউকে ডুকতে দেয়না। এমনকি কেউ ডুকতে চাইলে ধর্ষণের মামলা দেয়া হবে বলে হুমকী দেয়া হয়। তাই এ ব্যাপারে এলাকার কেউ সাহস পায়না বিষয়টি নিয়ে কোন প্রদক্ষেপ নিতে। নারগিসকে বাড়িতে না পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে নারগিসের মা হেলেনা আক্তার জানান, তিনি তিনদিন পূর্বে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন। এতোকিছু তিনি জানেন না। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম তরফদার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তিনি প্রথম ঘরের মেয়েকে আইনের আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো: আবেদুর রহমান জানান, মোবাইল ফোনের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। বিষয়টি খুবই দু:খ্যজনক। খোঁজ নিয়ে তিনি আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় সব সম্পত্তি লিখে নিয়ে অসুস্থ স্বামীকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ

আপলোড সময়: ০২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় প্রথম ঘরের একমাত্র মেয়েকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে কৌশলে প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি লিখে নিয়ে অসুস্থ্য স্বামীকে না খাইয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভরাডোবা গ্রামের দক্ষিণপাড়ায়। অসহায় ওই ব্যক্তি এখন ক্ষুদার যন্ত্রণায় মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনায় প্রথম ঘরের একমাত্র মেয়ে বাদি হয়ে নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের দক্ষিণপাড়ার মৃত রহমত উল্যাহ মুন্সীর ছেলে আব্দুর রশিদ (৬৫) ২৮ বছর আগে এক কন্যা সন্তান আসমা আক্তারসহ স্ত্রী জোসনা আরা বেগমকে তাঁড়িয়ে দেন। পরে তিনি রাজৈ গ্রামের ˆসয়দ আলীর মেয়ে নারগিস আক্তারকে বিয়ে করেন। এই ঘরেও রয়েছে, এক মেয়ে রোকসানা (২০) ও ছেলে নাঈম (৯)। সম্প্রতি রোকসানাকে বিয়ে দেয়া হয় মেদুয়ারী ইউনিয়নের হলর বাজার এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছে। এর আগেও ওই মেয়েকে ১২ বছর বয়সে অন্য এক ব্যক্তির কাছে বিয়ে দিয়েছিলেন। পরে কিছুদিন ঘর সংসার করিয়ে ওই ব্যক্তির বহু টাকা পয়সা কৌশলে হাতিয়ে নিয়ে মেয়েকে তার স্বামীর বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসেন। এদিকে বৃদ্ধ আব্দুর রশিদ অসুস্থ্য হয়ে পড়লে মেয়ে জামাই বাবুলকে নিয়ে নারগিস আক্তার ফাঁদ পাতেন স্বামীর সব জমি লিখে নেয়ার জন্য। এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর দলিল লেখক ফিরোজ শাহীর যোগসাশজে ভরাডোবা মৌজার সিএসএসএ (আরওআর) নম্বর ২১, হাল দাগ ৪৫, বিআরএস ৩১৩ নম্বর দাগে মহাসড়ক সংলগś প্রায় তিন কোটি টাকা মূল্যের ১২ শতাংশ জমির হেবা ঘোষণা দলিল সম্পাদন করেন। পরে ভালুকা সাবরেজিস্ট্রার আসমা আক্তারকে ম্যানেজ করে দলিলটি রেজিস্ট্রি (নম্বর-৭৫০৪) করে নেন।
সরেজমিন গেলে দেখা যায়, একটি ঘরে বৃদ্ধ ও অসুস্থ্য আব্দুর রশিদকে বন্দি করে রাখা হয়েছে। বাড়ির অপর একটি ঘরে তার শ্বাশুরী হেলানা খাতুন। এসময় আব্দুর রশিদের ঘরটি খুলে দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি জানান, তার মেয়ে নারগিস বাড়িতে নেই। ঘরটি খোলা যাবেনা। পরে স্থানীয় প্রায় অর্ধশতাধিক লোক জড়ো হয়ে চাপ সৃষ্টি করলে ঘরটি খূলে দেয়া হয়। তখন দেখা যায়, আব্দুর রশিদ ক্ষুদার যন্ত্রনায় মেঝেতে পড়ে তিনি মৃত্যুর সাথে লড়ছেন। দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে তার পেট গর্ত হয়ে আছে। ক্ষিনস্বরে শুধু বলছেন, একটু ভাত দাও, একটু ভাত দাও, আর কাঁদছেন। তখন তিনি বলেন, তার দ্বিতীয় স্ত্রী নারগিস ও মেয়ে জামাই বাবুল ভয় দেখিয়ে ও জোড় করে টিপসই নিয়ে সব জমি কেড়ে নিয়েছেন। এখন তাকে ঘর বন্দি করে না খাইয়ে মারার চেষ্টা করছেন।
আব্দুর রশিদের প্রথম ঘরের একমাত্র মেয়ে আসমা আক্তার জানান, ২৮ বছর আগে যখন আমার বয়স দুই বছর, বাবা তখন মাকে তাড়িয়ে দেন। পরে দ্বিতীয় সংসার করেন তার বাবা আব্দুর রশিদ। ওই ঘরে এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি গার্মেন্টে চাকরী করে অসুস্থ্য স্বামী আনিছুর রহমান এবং আনিকা (১১) ও ছেলে আকাশকে (৮) মানবেতন জীবন কাটাচ্ছেন। ৫/৬ মাস আগে বাবার সাড়ে ১৯ কাঠা জমি ৪০ লাখ টাকা বিক্রি করে তার সৎ মা নারগিস ও চাচা আব্দুল বারেক আত্মসাত করেছেন। এখন তাকে পৈত্রিক সব সম্পত্তি থেকে বঞ্চিত করে ১২ শতাংশ জমি হেবা ঘোষণা দলিল করে নিয়ে যান। সব কিছু লিখে নিয়ে বর্তমানে তার বৃদ্ধ ও অসুস্থ্য বাবাকে একটি ঘরে তালাবদ্ধ করে আটকিয়ে রেখে, না খাইয়ে হত্যার চেষ্টা করছেন। তিনি পৈত্রিক সম্পতি উদ্ধারসহ তার বাবাকে বাঁচানোর দাবি জানান।
আব্দুর রশিদের দ্বিতীয় সংসারের মেয়ে রোকসানা পূর্বে জমি বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, তার চাচা আব্দুল বারেক তাদেরকে ৭ লাখ টাকা দিয়েছেন। বাবা আগেও বিয়ে করেছিলো এবং এক মেয়ে আছে, তা তাদের জানা নেই।
বৃদ্ধ আব্দুর রশিদের ভাই আব্দুল বারেক জানান, তার ভাইয়ের জমি বিক্রি করে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ১২ শতাংশ জমি হেবা করে দেয়ার বিষয়টি তিনি পরে জেনেছেন। তবে তার প্রথম ঘরের মেয়ে সন্তান আসমাকে কিছু টাকা দেয়ার কথা বললেও তার কথা শুনেননি।
আব্দুর রশিদের চাচাতো ভাই আল আমিনসহ স্থানীয় লোকজন বলেন, আব্দুর রশিদ ৫/৬ বছর ধরেই পাগল। তার ছোট ভাই বারেক এবং দ্বিতীয় স্ত্রী নারগিস ও তার মেয়ে জামাই বাবুল মিয়া এক হয়ে মল্লিকবাড়ি গ্রামের দরগারচালা থেকে প্রায় ৪০ লাখ টাকার জমি বিক্রি করে আত্মসাত করেছেন। রশিদের আগের ঘরের একমাত্র মেয়ে আসমাকে তার ˆপত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তার দ্বিতীয় স্ত্রী খুবই খারাপ। তিনি বাড়িতে কাউকে ডুকতে দেয়না। এমনকি কেউ ডুকতে চাইলে ধর্ষণের মামলা দেয়া হবে বলে হুমকী দেয়া হয়। তাই এ ব্যাপারে এলাকার কেউ সাহস পায়না বিষয়টি নিয়ে কোন প্রদক্ষেপ নিতে। নারগিসকে বাড়িতে না পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে নারগিসের মা হেলেনা আক্তার জানান, তিনি তিনদিন পূর্বে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন। এতোকিছু তিনি জানেন না। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম তরফদার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তিনি প্রথম ঘরের মেয়েকে আইনের আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো: আবেদুর রহমান জানান, মোবাইল ফোনের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। বিষয়টি খুবই দু:খ্যজনক। খোঁজ নিয়ে তিনি আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।