বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা আঃ মালেক (৬০) ও ছেলে কাজল (৩০) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার (৮অক্টোবর) সকালে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের কোর্ট ভবন এলাকায় জব্বার প্রফেসরের বিল্ডিং এর নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে রুমে গ্যাস ছড়িয়ে থাকা ওই রুমে আব্দুল মালেক গিয়ে বিড়ি খাওয়ার জন্য আগুন ধরানোর চেষ্টাকালে মুহুর্তেই পুরো রুমে আগুন ধরে যায় । এতে আঃ মালেকের শরীরে আগুন লেগে পুড়তে থাকে খবর পেয়ে বাবাকে বাচাঁতে সামনে চা স্টল দোকানদার তার ছেলে কাজল মিয়া দৌঁড়ে ভেতরে বাবাকে উদ্ধার করতে চাইলে কাজল মিয়াও পুড়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উনśত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী কোর্টভবন এলাকার বাসিন্দা কাঞ্চন জানান, আমি অফিসে যাওয়ার গাড়ীর জন্য সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অপেক্ষা করছিলাম এমন সময় বিষ্ফোরণের শব্দ শুনে নিচে গিয়ে দেখি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব নামাপাড়া এলাকার হাতুড়ে কবিরাজ আঃ মালেক ও তার ছেলে চা দোকানদার কাজল অগ্নিদগ্ধ হয়ে ছটফট করছে। পরে আমি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.