মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে যৌতুকের টাকা পরিশোধ না করতে পারায় চরমভাবে নির্যাতনের শিকার হলেন নববধূ লিজা আক্তার। জানাগেছে, ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বাঘাদাড়িয়া এলাকার জনৈক আজহারুল ইসলামের মেয়ে লিজা আক্তারকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে বিবাহ দেন। বিয়ের সপ্তাহ খানেক পর থেকে পাষাণ স্বামী জসিম উদ্দিন স্ত্রী লিজা আক্তারকে যৌতুকের টাকার জন্য নির্যাতন শুরু করে। ইতিমধ্যেই জসীমউদ্দীন তার শ্বশুর আজহার ইসলাম ও স্ত্রী লিজা আক্তারের নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন।হতদরিদ্র লিজার পিতা আজহারুল তাদের কথামতো যৌতুকের টাকা পরিশোধ না করায় গত সোমবার যৌতুক লোভী পাষন্ড স্বামী জসীমউদ্দীন তার স্ত্রী লিজা আক্তারকে দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেন। পরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। লিজার মা রহিমা খাতুন বলেন আমার মেয়েকে খুন করার উদ্দেশ্যে যৌতুক লোভী জসিম উদ্দিন সহ চারজন মিলে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমার মেয়ের গালে হাতে এবং কোমরের নিচে রক্তাক্ত জখম করে । এ ব্যাপারে লিজা আক্তারের পিতা দিনমজুর আজহারুল ইসলাম চারজনকে আসামি করে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মাইন উদ্দিন জানান এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে নারী নির্যাতনের বিষয়ে গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হবে।