শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্প্রতি সম্পনś হয়েছে। এতে মঠবাড়িয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন সভাপতি ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ,কে, সাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ডাঃ রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার পদে তোমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, সদস্য পদে সাপজেলা মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেদৌসী খানম নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলী আহাদ। এছাড়া নির্বাচন কমিটির সদস্য হিসেবে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ফিল্ড সুপারভাইজর মোঃ শাহ আজম ফরাজী ও উপজেলা সমবায় অফিসের মোঃ মজিবুর রহমান। নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ,কে, সাকিল আহমেদ বলেন, মঠবাড়িয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের সমন্বয় গঠিত শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উন্নয়নে নব গঠিত কমিটির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2024 মুক্তকণ্ঠ. All rights reserved.