ভালুকায় অনিয়মের অভিযোগে মাদ্রাসা পরিচালক বিতাড়িত
- আপলোড সময়: ০৯:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ৩২৫ বার পড়া হয়েছে
শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলামকে মাদ্রাসা থেকে বিতাড়িত করা হয়েছে। রবিবার উপজেলার কাশর আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো: নাজিম উদ্দিন নারী কেলেঙ্কারি ও শিক্ষার্থীর প্রবেশ পত্র আটকানোর নানা অনিয়ম এনে তাকে মাদ্রাসা থেকে বিতাড়িত করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জানান, মাওলানা রফিকুল ইসলাম গত কয়েকদিন আগে ভালুকার একটি হোটেলে নারীসহ তাকে আটক করে এলাকাবাসী। ওই ঘটনা তিনি ২০ হাজার টাকায় ধামাচাপা দিলেও পরে তা জানাজানি হলে তাকে কাশর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব থেকে বিতাড়িত করা হয়। এছাড়াও ছোট কাশর চৌরাস্তা ঈদগাঁ মাঠের ইমামতি ও দক্ষিণপাড়ার একটি মক্তব হতেও বিতাড়িত করা হয়েছে। এ সকল ঘটনায় কাশর আদর্শ মহিলা মাদ্রাসা থেকে কমিটির নেতৃত্বে রফিকুল ইসলামকে বিতাড়িত করা হয়। ওই মাদ্রাসার একাদিক শিক্ষার্থী জানান, পরিচালক মাওলানা রফিকুল ইসলাম তাদের বিভিন্ন প্রকারের ভয় দেখিয়ে প্রবেশ পত্র আটকালে তারা মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানান। তবে অভিযুক্ত মাওলানা রফিকুল ইসলামকে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে শিক্ষার্থীর প্রবেশ পত্র আটকানোর কথা স্বীকার করলেও হোটেলে নারীসহ আটকের ঘটনা অস্বীকার করেন। পরে নারীসহ আটকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের সত্যতা দেখালে তিনি দাবি করেন ছবিতে থাকা মহিলা তার স্ত্রী। এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যাক্তি জানান, ছবিতে থাকা মহিলার সংসার রয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মহিলার বাচ্চাদের প্রাইভেট পড়াতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভালুকার একটি হোটেলে সে জনতার হাতে আটক হয়েছিলো।