ময়মনসিংহ ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্নের ঘটনায় আসামি গ্রেফতারের দাবীতে মঠবাড়িয়ায় মানববন্ধন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / ২০৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে উপজেলা জাতীয় পার্টি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, সংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাপা নেতা হিরু শরীফ, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক আব্দুর রহমান আল নোমান, এমপি’র গনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু ও পা বিচ্ছিন্ন হওয়া শফিকুলের বাবা আইয়ূব আলী সিকদার প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে তুষখালী থেকে মঠবাড়িয়ায় আসার পথে মাঝেরপুল নামক স্থানের ফরাজি বাড়ি সম্মুখ সড়কে আসা মাত্রই একটি মহেন্দ্র গাড়ি শফিকুলের গতিরোধ করে। এ সময় শফিকুল মোটরসাইকেল থেকে নেমে পিছনের দিকে দৌড় দিলে হামলাকারীরা মাহেন্দ্র থেকে নেমে তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পা বিচ্ছিনś করে। এ সময় এলোপাথাড়ি কোপানোর কারণে শফিকুলের পেটের ভুড়ি বেড়িয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। স্থানীয়রা আহত শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে বরিশাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্নের ঘটনায় আসামি গ্রেফতারের দাবীতে মঠবাড়িয়ায় মানববন্ধন

আপলোড সময়: ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে উপজেলা জাতীয় পার্টি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, সংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাপা নেতা হিরু শরীফ, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক আব্দুর রহমান আল নোমান, এমপি’র গনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু ও পা বিচ্ছিন্ন হওয়া শফিকুলের বাবা আইয়ূব আলী সিকদার প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে তুষখালী থেকে মঠবাড়িয়ায় আসার পথে মাঝেরপুল নামক স্থানের ফরাজি বাড়ি সম্মুখ সড়কে আসা মাত্রই একটি মহেন্দ্র গাড়ি শফিকুলের গতিরোধ করে। এ সময় শফিকুল মোটরসাইকেল থেকে নেমে পিছনের দিকে দৌড় দিলে হামলাকারীরা মাহেন্দ্র থেকে নেমে তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পা বিচ্ছিনś করে। এ সময় এলোপাথাড়ি কোপানোর কারণে শফিকুলের পেটের ভুড়ি বেড়িয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। স্থানীয়রা আহত শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে বরিশাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।