ত্রিশালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- আপলোড সময়: ০২:০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৯১ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চারবারের মাননীয় প্রধানমন্ত্রী , বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন জমকালো আয়োজনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে
আলোচনা সভা কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ সামসুদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শোভা মিয়া আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রাটি ঢাকা ময়মনসিংহ সড়ক পদক্ষিণ করে। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।