ভালুকায় লবন বোঝাই ট্রাক ও ড্রাম ট্রাক সংঘর্ষে এক চালক নিহত

- আপলোড সময়: ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ২৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের পেছনে লবন বোঝাই ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম নামে এক ড্রাইভার নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. রফিকুল ইসলাম তারাকান্দা থানার বকশিমূল গ্রামের আক্কাছ আলীর ছেলে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় লবন বোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন ড্রাইভার রফিকের ভাগিনা জুয়েল এবং ওই সময় ড্রাইভার রফিক তার পাশে বসা ছিলেন। এক পর্যায়ে সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে লবন বোঝাই ট্রাকটি একটি ড্রাম ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে, ড্রাইভার রফিক ঘটনাস্থলেই মারা যান। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।