ত্রিশালে শিক্ষকের বিরোদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপলোড সময়: ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ২৯৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে খালিদের বিরোদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ে বিক্ষোভ কারীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভমিছিল করে।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান, দীর্ঘ ৩৫বছর যাবদ বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে খালিদ তিল তিল করে গড়ে তোলেছে এই প্রতিষ্ঠানটি। শত বাধা অতিক্রম করে যুগের সাথে তালমিলিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। এমন একজন শিক্ষকের বিরুদ্ধে নানা অপকর্মের অপবাদ দিয়ে কিছু স্বার্থেন্বেষী মহল মানববন্ধন করেছে যা খুবই ন্যক্কারজনক ঘটনা। তারা বলেন সারাজীবন তিনি শুধু জ্ঞান ও শ্রম মেধা শিক্ষার্থীদের মাঝে বিলিয়েই দিয়েছেন যার ফলশ্রæতিতে তিনি এমন লাঞ্ছনার শিকার হয়েছেন যা আমাদের সমাজ, দেশ , তথা পুরো জাতির জন্যে দুঃখজনক। আমরা এই কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচার দাবী করে বক্তব্য রাকেন ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রশিদ সরকার, সদস্য মাহাবুবুর হক খোকন,সাবেক সদস্য চান্দে মেম্বার প্রমূখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান, রুনা, কাজল, জান্নাত জানান, আমাদের পিতৃতুল্য প্রধানশিক্ষক ইবনে খালিদ স্যারের বিরুদ্ধে বহিরাগত কিছু লোকেরা মিথ্যা বানোয়াট কথা বলে স্যারের সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শরীলের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্যারের সম্মানার্থে প্রতিহত করবে শিক্ষার্থীরা।