ভালুকায় সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপলোড সময়: ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৩২৮ বার পড়া হয়েছে

শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার অন্তর্গত ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ডুবালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিরবাড়ী ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শাখা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শাখা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে.বি.এম আসাদুজ্জামান সানা। অনুষ্ঠানে সেচ্ছাসেবক লীগ ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী মো: মোস্তফা কামাল অরিফ ৪নং গেইট থেকে শুরু করে বিশাল বেনারে একটি মিছিল বের করে অনুষ্ঠানে মিলিত হয়। মোস্তফা কামালের সাথে একই পদে প্রার্থীতা করেন গাজী ইব্রাহিম খলিল এবং মৃদুল হাসান জয়। মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হতে পারলে সর্বদা দলের মঙ্গলে কাজ করে যাবেন। মোস্তফা কামালের সাথে অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবুল বাশার শেখ কে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ওই ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম ঢালী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা হাজী আব্দুস সালাম মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক হাজী আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভালুকা উপজেলা শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু সহ অন্যান্য নেতৃবৃন্দ।