ভালুকায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- আপলোড সময়: ১২:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ২৪৬ বার পড়া হয়েছে
শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রী (১৯) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার ভালুকা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মামলা সূত্রে জানাযায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বড়-কাশর এলাকার মৃত আছর আলী (মেম্বার)’র ছেলে সেলিম মিয়া (৩০) বিয়ের প্রলোভনে তরুণীকে ৩ বছর ধরে ধর্ষণ করে আসছিলো। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারিরিক মেলামেশা করেন ধর্ষক সেলিম। তরুনী জানান, গত আগষ্ট মাসের ২ তারিখে বিবাহের কথা বলে উপজেলার তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তরুনীর বাবা আইনাল হক জানান, বিয়ের কথা বললে তরুনীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিলে ২২ সেপ্টেম্বর তার মেয়ে বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়ীতে অবস্থান করে। ২৩ সেপ্টেম্বর বিকালে ভালুকা মডেল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এ ঘটনায় তরুণী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।