ময়মনসিংহ ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির উপর মামলা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ২৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা, অসহনীয় লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ দরিরামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সস্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ, বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বলেন বর্তমান এই অবৈধ সরকার জিনিস পত্রের দাম কমাতে পারে না, বেকারদের কাজ দিতে পারে না, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ দিতে পারে না, নতুন বিদ্যুৎ সংযোগ দিতে পারে না। তাই দেশে দুর্নীতি বাড়ছে। ব্যহত হচ্ছে উৎপাদন। আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যার সৃষ্টি করছে। এসব কিছুর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। তিনি দ্রুত খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপি নেতাদের ওপর বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহার, জেলে আটক নেতাদের মুক্তির আহ্বান জানান। এ আহ্বানে সাড়া না দিলে কঠোর আন্দোলন ও কর্মসূচির ঘোষণা করা বলে তিনি বর্তমান সরকারকে সর্তক করে দেন। পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ানের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়ার পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারণ সস্পাদক শেখ মোশাররফ হোসেন মিলন প্রমুখ।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিএনপির উপর মামলা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপলোড সময়: ১২:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা, অসহনীয় লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ দরিরামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সস্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ, বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বলেন বর্তমান এই অবৈধ সরকার জিনিস পত্রের দাম কমাতে পারে না, বেকারদের কাজ দিতে পারে না, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ দিতে পারে না, নতুন বিদ্যুৎ সংযোগ দিতে পারে না। তাই দেশে দুর্নীতি বাড়ছে। ব্যহত হচ্ছে উৎপাদন। আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যার সৃষ্টি করছে। এসব কিছুর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। তিনি দ্রুত খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপি নেতাদের ওপর বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহার, জেলে আটক নেতাদের মুক্তির আহ্বান জানান। এ আহ্বানে সাড়া না দিলে কঠোর আন্দোলন ও কর্মসূচির ঘোষণা করা বলে তিনি বর্তমান সরকারকে সর্তক করে দেন। পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ানের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়ার পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারণ সস্পাদক শেখ মোশাররফ হোসেন মিলন প্রমুখ।