ময়মনসিংহ ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের দিনব্যাপী কর্মবিরতি

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৬৩ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ- ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিটি পালন করা হয়।

তাদের দাবি সমূহ :
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন করা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন করা, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন করা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন করা।
ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা যাতে আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি সেজন্যই এ কর্মবিরতি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবেন।’ তিনি বলেন, সেমাবার থেকে প্রতিদিন দুপুর ১২ টা পর্যন্ত তাদের এই কর্মসূচি পালিত হয়ে আসছে। বৃহস্পতিবার সারাদিন ব্যাপী তাদের এই কর্মসূচি পালন করা হয়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের দিনব্যাপী কর্মবিরতি

আপলোড সময়: ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

ভালুকা প্রতিনিধিঃ- ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিটি পালন করা হয়।

তাদের দাবি সমূহ :
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন করা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন করা, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন করা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন করা।
ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা যাতে আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি সেজন্যই এ কর্মবিরতি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবেন।’ তিনি বলেন, সেমাবার থেকে প্রতিদিন দুপুর ১২ টা পর্যন্ত তাদের এই কর্মসূচি পালিত হয়ে আসছে। বৃহস্পতিবার সারাদিন ব্যাপী তাদের এই কর্মসূচি পালন করা হয়।