রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :

কবিকোষ সাহিত্য পুরুষ্কার পেলেন ‘সিঙ্গাপুর প্রবাসী……. কবি আসাদুজ্জামান

  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৪ পিএম
  • ১৫৯৭ বার পাঠিত

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- উচ্ছ্বাস প্রকাশী কর্তৃক আয়োজিত কবিকোষ হুমায়ুন আহমেদ ২০২২ সাহিত্য সম্মাননা পেলেন সিঙ্গাপুর প্রবাসী ত্রিশালের কৃতি সন্তান কবি আসাদুজ্জামান আসাদ।জানাগেছে,গত-১৬ সেপ্টেম্বর কবি আসাদুজ্জামান কবিতা লেখার পাশাপাশি তিনি চাকুরী করেন সিঙ্গাপুরে।প্রবাসে থাকার কারনে তিনি তার লিখনিতে অর্জিত কবিকোষ সাহিত্য সম্মেলন উৎসব ২০২২ উচ্ছ্বাস প্রকাশী কর্তৃক “হুমায়ুন আহমেদ সাহিত্য সম্মাননা” সনদ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট বিতরন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ঢাকায় আয়োজিত সনদ বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক প্ল্যানচেট লেখক কাপ্তান নুর ও ধ্রুপদী সাহিত্য পরিষদের উপদেষ্ট্রা কবি ও গীতিকার এইচ এস সরোয়ারদী পুরুষ্কার বিতরন করেন। কবির পক্ষে সম্মাননা সনদ ও ক্রেন্ট গ্রহন করেন তারই ভাতিজা মুহাম্মদ তানভীন জোহান রিয়াজ।অতিথি বৃন্দরা বলেন সাহিত্যের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখায় কবির সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ তার ধারাবাহিক সাহিত্য চর্চায় গতিশলতা আরও উন্নতি ও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সম্মাননা লাভ করায় কবি আসাদুজ্জামান মহান আল্লাহ্ রাব্বুল আলামীন এর নিকট শুকরিয়া আদায় করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs