ভালুকা প্রতিনিধিঃ- ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ভালুকা উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিত ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ভালুকা শাখার সভাপতি মহেন্দ্র রায়ের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিন্টু সাংমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য, জুয়েল আরেং চেয়ারম্যান টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সেক্রেটারি জেনারেল টি ডব্লিউ এ কেন্দ্রীয় কমিটি যোহন সাংমা, ভালুকা মডেল থানার (অসি তদন্ত) জাহাঙ্গীর আলম, শ্রী অজিত বনিক, বীরমুক্তিযোদ্ধা নারায়ন দেব সহ ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বিভিন্ন নেতৃবৃন্দ। পরিচিতি অনুষ্ঠান শেষে প্রধান বক্তা ট্রাইবাল এসোসিয়েশন টি ডব্লিউ এ চেয়ারম্যান, জুয়েল আরেং এমপি নেতাদের শপথ বাক্য পাঠ করান।