সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এনজিও মালিককে মিথ্যা মামলাদিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মন্ত্রনালয়ের আদেশ উপেক্ষা করে বাস্তবায়ন হয়নি ইউএনও’র বদলির আদেশ ত্রিশালে নৌকার কান্ডারী হতে চন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত ১৫ মার্চ: কৃষকের রক্ত ঝরার দিন ত্রিশালে বইমেলা কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ বসন্তকে নিয়ে এবার কবি ও ঔপন্যাসিক এরশাদ আহমেদ এর নতুন গল্প “বাউলে বসন্ত” সাহিত্যপ্রেমীদের পড়ার আমন্ত্রণ রইলো ভালুকায় কিশোরী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার ভালুকায় আবারো বনে আগুণ ও গজারী গাছ কর্তন: আটক ১ ভালুকায় সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আমান উল্লাহ’র মৃত্যু বার্ষিকী পালিত

ত্রিশালে শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে চায় অভিভাবক ও সচেতন মহল

  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.৩৬ এএম
  • ১৩৪ বার পাঠিত

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ত্রিশাল ইউনিয়নে অবস্থিত বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত গোপন ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সমাপ্ত হয়। নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে চারজন প্রার্থীকে বিজয়ী করে ।
সাধারণ সদস্য পদে পাঁচ জন প্রার্থী ভোটে লড়লেও নিয়ম অনুযায়ী চার জন প্রার্থী বেশি ভোট পেয়ে জয় লাভ করেন।
তারা হলেন আব্দুর রশিদ, আসাদুল হক, মোহাম্মদ বাসির, ও মাহাবুবুর হক খোকন।
জানা গেছে , চার প্রার্থীর মধ্যে থেকে একজনকে সভাপতি মনোনীত করা হবে। ইতিমধ্যেই সভাপতি হওয়ার জন্য প্রার্থীরা বিভিন্ন স্থানে তদবির দৌড়ঝাপ শুরু করেছেন। স্থানীয় এলাকাবাসী মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি পরিচালনা করতে হলে শিক্ষিত লোকের দরকার ।
এই গুরুত্বপূর্ণ পদে শিক্ষিত লোক না আসলে লেখাপড়া এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে চলে যাবে । শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যাচাই-বাছাই করে শিক্ষিত লোক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করলে আগামীতে শিক্ষার মান আরো অগ্রগতি হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।
স্থানীয় সচেতন মহল জানান , শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে চাকরিতে যোগদান করেন। সেই শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি যিনি দায়িত্ব পালন করবেন তাকে অবশ্যই শিক্ষিত, যোগ্য এবং সৎ হতে হবে এমনটাই মনে করছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইবনে খালেদ জানান , স্কুলের শিক্ষার্থীরা দীর্ঘ দিন যাবত অনেক কষ্ট করে লেখাপড়া করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিদ্যালয়ে একটি চারতলা ভবন করে দিয়েছেন।
এই শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন পেয়ে শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা আজ আনন্দিত। বিদ্যালয় পরিচালনায়, বিদ্যালয়ের উন্নয়নে আমরা চাই একজন যোগ্য, শিক্ষিত শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যক্তি সভাপতির দায়িত্বে আসুক।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs