ত্রিশালে যুব মহিলা লীগের কমিটি অনুমোদন
- আপলোড সময়: ০৩:৩৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ৩০৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহ ত্রিশালে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাকে আরও অগ্রযাত্রায় এগিয়ে নিতে ত্রিশালে সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুব মহিলা লীগের কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
জানাগেছে,গত ১০সেপ্টেম্বর ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব মহিলা লীগ ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক শিরিন ইসলাম চায়নার সভাপত্ত্বিতে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্ত্যব রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।
উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহবায়ক বিলকিস খানম পাপড়ি, ময়মনসিংহ জেলার আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,নান্দাইল উপজেলার সাবেক যুব মহিলা লীগের সভাপতি সামছুর নাহার।
এসময় উপজেলার ইউনিয়ন ও পৌর শাখার যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে যুব মহিলা লীগ ত্রিশাল উপজেলা কমিটির আহ্বায়ক শিরিন ইসলাম চায়নাকে সভাপতি এবং নাজমুন নাহার নাজমাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে কমিটির অনুমোদন দেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক বিলকিছ খানম পাপড়ি ও সিনিয়র যুগ্ন-আহবায়ক স্বপ্না খন্দকার।
কমিটিতে ৪জনকে সহ-সভাপতি,৪জনকে যুগ্ন-সাধারন সম্পাদক,৩জনকে সাংগঠনিক সম্পাদক এবং ৭জনকে সদস্য করে আংশিক কমিটির অনুমোদন দেন।