মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ত্রিশাল ইউনিয়নে অবস্থিত বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৫৭২ জন ভোটার অংশ গ্রহন করার কথা থাকলেও ব্যালট বক্সে ভোট পরে ৪৮৯ টি। নান কারনে অনুপস্থিত ছিল ৮৩জন ভোটার। নির্বাচন চলাকালীন সময়ে ৫জন প্রার্থীই হাতে হাত রেখে স্কুলের উন্নয়নে কাজ করে যাবেন বলে শপথ করেন।
নির্বাচনে পিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার । নির্বাচনে সাধারণ সদস্য হিসেবে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন আব্দুল্লাহ আল মামুন , আব্দুর রশিদ, আসাদুল হক, মোহাম্মদ বাসির, ও মাহাবুবুর হক খোকন।
নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন ছাড়া চার প্রার্থী জয় লাভ করেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে ভোটারা সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.