ভালুকায় অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করে পুঁড়িয়ে ফেলা হয়েছে
- আপলোড সময়: ০১:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ২২৭ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনা পাথার বিলে সোমবার দুপুরে এক অভিযান চালিয়ে অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল গুলো আগুন লাগিয়ে পুঁড়িয়ে ফেলা হয়।
এলাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে বিরুনীয়া ইউনিয়নের মনা পাথার বিলে এক অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে জব্দ কৃত জাল আগুনে পুঁড়িয়ে ফেলা হয়েছে। অভিযান চলাকালে বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম (লাল মিয়া), ইউপি সদস্য আজিজুল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিরুনীয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছামছুল হোসাইন জানান, আজ দুপুরে বিরুনীয়ার মনা পাথার বিলে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে জব্দ কৃত জাল গুলো আগুন দিয়ে পুঁড়িয়ে ফেলা হয়েছে। #