ত্রিশালে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরন
- আপলোড সময়: ১২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ২১৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-ময়মনসিহের ত্রিশালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশদের ১১৩ জন দফাদারদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সরকারী র্অথায়নে বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দফাদারদের মাঝে বাইসাইকেল বিতরন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর সভার মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবীর আকন্দ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ। এছাড়াও ১২ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।