ত্রিশালে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- আপলোড সময়: ০৬:০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ২৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- সারাদেশে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র সন্ত্রাস নৈরাজ্য অপতপ্রতার উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করার প্রতিবাদে ময়মনসিংহে ত্রিশালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, জেলা যুবলীগের সাবেক সভাপতি বাবু প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার,
ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছূজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবির আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েলসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।