তার পূর্বে সেভ দ্যা সিল্ডেন এর বেনারে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে এবং ইউএসএআইডি’র মা-মনি এমএনসিএস প্রকল্প, নোয়াখালী’র সহযোগিতায় উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম, সহকারী পরিচালক ইফতেখার চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ নাজিম উদ্দিন জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মাছুম বিল্লাহ বুড়ির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিনাজ উদ্দিন হরণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন প্রমুখ। এসময় বক্তারা গর্ভবতী নারীকে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার লক্ষ্যে ও জিরো পার্সেন্ট হোম ডেলিভারি না করার ব্যাপারে জনসচেতনতা বিষয়ক নানাদিক তুলে ধরে বলেন, প্রসব কালীল সময়ে মাতৃ ও শিশু মৃত্যু রোধ করতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির বিকল্প নেই।