মো:শাহিদুজ্জামান (সবুজ)ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে ৩টি ইজিবাইক উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ অভিযানে ইজিবাইক ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানাযায়, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় ভালুকা মডেল থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী হইতে ইজিবাইক ছিনতাইকারী ৫ সদস্য কামাল হোসেন (২৮), শাহাব উদ্দিন (৫৮), নজরুল ইসলাম (২৫), মঞ্জু মিয়া (৩৮) এবং মিজান ফরাজী (৫৮) কে গ্রেফতার করলে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর, ময়মনসিংহ জেলার গফরগাঁও ও গাজীপুর হতে ছিনতাই হওয়া ৩টি ইজিবাইক উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতরা আন্ত জেলা অটো ছিনতাইকারী চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে নানা কৌশলে সিএনজি এবং অটোরিকশা ছিনতাই করে আসছিলো। ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল এস আই আবুল কালাম আজাদ, এস আই নজরুল ইসলাম ও এস আই নূর কাশেমের পরিচালনায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীর ৫ সদস্যকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.