সংবাদ শিরোনাম :
হাতিয়ায় ১৪০০ শত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ২৪০ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় হাতিয়ার নলচিরা ঘাট এলাকা থেকে এ ডিজেল জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক হাতিয়া নলচিরা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ এলাকা হতে সাত ব্যারেল ( ১৪০০ লিটার) অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এসময় অবৈধ ডিজেল ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :