জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরষ্কার ও সনদ গ্রহণ করলেন ড. মোঃ ইদ্রিছ খান
- আপলোড সময়: ০৯:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ২৪৭ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ- জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর ময়মনসিংহ জেলা পর্যায়ে পুরষ্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।
সভায় সভাপতিত্ব করেন, মোঃ রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ। এসময় উপস্থিত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা এর অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিছ খান জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও পুরষ্কার ও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরষ্কার ও সনদ গ্রহণ করেন।