বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন

ইত্তেফাকুল উলামা প্রতিষ্ঠার ২৯ বছর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১০.০৮ এএম
  • ১১৪ বার পাঠিত

নজিবুল হুসাইন নেভীঃ- ১৯৯৩ ইং সালে বুজুর্গ উলামায়ে কেরামের মেহনতে, ইত্তেফাকুল উলামা প্রতিষ্ঠিত হয়ে, অদ্যাবধি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ইত্তেফাকুল উলামা জেলা থেকে উপজেলা হয়ে ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটির রূপরেখা বাস্তবায়িত হচ্ছে।

পৌর সভাপতি মাওলানা আফজাল হোসেন সরকারের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি হাফেজ মামুনুর রশীদ খানের সঞ্চালনায়

ইত্তেফাকুল উলামা ভালুকা উপজেলা শাখার অন্তর্গত ধীতপুর ইউনিয়নের কমিটি নবায়ন, পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অদ্য সকালে রান্দিয়া বাজার মসজিদে।বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ মাওলানা ফজলুল হক, মাওলানা এনামুল হক সুমন, মুফতি যাকারিয়া, মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম, মাওলানা শামিম আহমাদ সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল।

কিছুদিন আগে বন্যার সময় বন্যার্তদের পাশে দাঁড়ায় ইত্তেফাকুল উলামা, প্রায় ১৭ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করে।

ইত্তেফাকুল উলামার পরামর্শে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি অসহায়দেরকে নিয়মিত রক্তের ব্যবস্থা করে যাচ্ছে।

বক্তারা বলেন, ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইত্তেফাকুল উলামা ছিলো আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs