মঠবাড়িয়ায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ
- আপলোড সময়: ১২:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ২২১ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা, হেফজখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের কে এম লতীফ সুপার মার্কেটের ক্যাফে আড্ডা নামক একটি চাইনিজ রেস্তোরাঁয় এ কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে নিরাপদ সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শাহ্ জালাল এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম শিকদার। বক্তারা মানব সেবায় ইহকাল ও পরকালের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে মঠবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।