রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ভালুকায় যৌতুকের টাকা না পেয়ে এক সন্তানের জননীকে হত্যাচেষ্টা থানায় অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১১.৫৩ এএম
  • ১৮৪ বার পাঠিত

মো:শাহিদুজ্জামান (সবুজ) ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় যৌতুকের টাকা না পেয়ে এক সন্তানের জননী ফাতেমা খাতুন (৪০) কে হত্যাচেষ্টায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বরাইদ বাজারের রামপুর এলাকার আমির উদ্দীনের মেয়ে মোছা: ফাতেমা আক্তারের সাথে উথুরা বাজারের জটিয়া এলাকার আফতাব উদ্দীনের ছেলে তাইজুল ইসলামের সাথে বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য ঝগড়া লেগেই আসছিল। ফাতেমার এক কন্যা সন্তান তাহমিনা আক্তারের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বামীর অত্যাচার নীরবে সহ্য করে আসতে থাকে।ফাতেমার পরিবার সূত্রে জানাযায়, এর আগে তার সংসার টিকিয়ে রাখার জন্য স্বামী তাইজুল ইসলামকে ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ঘটনার দিন গেলো শনিবার রাতে তাইজুল ইসলাম আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করলে ফাতেমা দিতে অস্বীকার করলে লোহার রড দিয়ে ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে স্বামী তাইজুল ইসলাম। ওই আঘাতে ফাতেমার ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তার ভাই মামুন বাদশা আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ফাতেমার ভাই মামুন বাদশা বাদী হয়ে তাইজুল ইসলামকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs