হাতিয়ায় পানিতে পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু
- আপলোড সময়: ০২:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ২৩৯ বার পড়া হয়েছে
জি এম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় পানিতে পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু। নিহতরা হলেন,মোঃ নবীর উদ্দিনের মেয়ে মুনতাহা বেগম (৩) ও মোঃ দিনাজ উদ্দিনের ছেলে মোঃ তাহসিন উদ্দিন (৩)। তাঁরা উভয়ে সম্পর্কে খালাত ভাই বোন। উভয়ে তাঁদের নিজ বাড়ির পুকুরে পড়ে মারা গেছেন। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে হাতিয়া উপজেলার ৭ নং তমরদ্দি ইউনিয়নের ৭ নং গ্রামের আলআমিন বাজার এলাকায়। সোমবার দুপুরে তাঁরা উভয়ে সবার চোখের অগোচরে বাড়ি থেকে পুকুরের পাড়ে চলে যায়। তাদের খুজতে খুজতে তাঁদের মা ও বাড়ির সকলে পুকুরের পাড়ে গিয়ে পুকুরে তাদের মৃত অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে তাদেরকে উপরে তুলে ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করে। এক সাথে দুইটি মৃত্যুর খবর শুনে জ্ঞান হারিয়ে ফেলে তাঁদের মা বাবারা। এসময় বাড়িতে শুরু হয় শোকের মাতম।